মোঃ হাবিবুর রহমান হাবিব, (রংপুর) পীরগাছা প্রতিনিধিঃরংপুরের পীরগাছায়”শিখা রক্তদান ফাউন্ডেশন”(স্বেচ্ছাসেবী ও সমাজসেবা সংগঠন)কেন্দ্রীয় কমিটি, পীরগাছা উপজেলা আওতাধীন তাম্বুলপুর ইউনিয়ন শাখার আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।শনিবার (১৫ই জুলাই) সকালে ” শিখা রক্তদান ফাউন্ডেশন” (স্বেচ্ছাসেবী ও সমাজসেবাসংগঠন) কেন্দ্রীয়কমিটির (সভাপতি) এ্যাডভোকেট, মোঃফরিদ উর রহমান সরকার (চয়ন) ও (সাধারণ সম্পাদক) মোঃহাবিবুর রহমান (হাবিব) এরসাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।গত মাসের বুধবার (১জুলাই ) সন্ধ্যায় ওই ইউনিয়নের “শিখা রক্তদান ফাউন্ডেশন” কার্যালয়ে কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার (১৪) দিন পর এ কমিটি অনুমোদন দেয়া হলো।প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, সভাপতি নির্বাচিত হয়েছেন-সাগর কুমার বিশ্বাস। সহ-সভাপতি পদে -আল আমিন ইসলাম।সাধারণ সম্পাদক হচ্ছেন-সজীব কুমার অংকন।যুগ্ম সাধারণ সম্পাদক পদে-মোঃআলিফ ইসলাম ওলি।সাংগঠনিক পদে,উত্তম কুমার সজল।দপ্তর সম্পাদক পদে-মেহেদী হাসান তুহিন।প্রচার ও প্রকাশনা সম্পাদিকা পদে -পল্লবী রাণী।ত্রান বিষয়ক সম্পাদক পদে -মোঃশামীম শুভ।ডোনার ম্যানেজ বিষয়ক সম্পাদক পদে -মোঃরিপন আহমেদ।সদস্য পদে-পল্লব কুমার ও মোঃনাহিদ হাসাননি র্বাচিত হয়েছেন।শিখা রক্তদান ফাউন্ডেশন”(স্বেচ্ছাসেবী ও সমাজসেবা সংগঠন) কেন্দ্রীয় কমিটির(সভাপতি) এ্যাডভোকেট, মোঃফরিদ উর রহমান সরকার (চয়ন)ও (সাধারণ সম্পাদক ) মোঃহাবিবুর রহমান (হাবিব)  তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য তাম্বুলপুর ইউনিয়ন শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়া হলো।এদিকে তাম্বুলপুর ইউনিয়ন শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়ায় সোশ্যাল মিডিয়ায় নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেনির মানুষ ও তাদের শুভাকাঙ্খীরা।