মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃসাতক্ষীরা আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বালিয়াখালী গ্রামে চলাচলের মেইন রাস্তায় ভাঙ্গন লেগেছে। ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু রাস্তা রক্ষায় দ্রুত সংস্কার কাজ করার নির্দেশনা প্রদান করেছেন। আজ ১০ই জুলাই সোমবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে এ নির্দেশনা প্রদান করেন।বালিয়াখালী ওয়াপদা পর্যন্ত রাস্তাটি ডাবল ইটের সোলিং করে নির্মান করা। মিস্ত্রী পাড়ার কাছে রাস্তায় পাইপ বসিয়ে মৎস্য ঘের মালিক পানি নিস্কাশন করানোর ফলে রাস্তাটিতে ভাঙ্গন লাগে। বৃষ্টিপাতের ফলে রাস্তা নরম হয়ে যাওয়ায় এবং ঘের মালিকের অব্যবস্থাপনায় রাস্তার প্রায় ১০ হাত মত এলাকা ভেঙ্গে পানিতে চলে যায়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু সরেজমিন দেখতে যান। রাস্তার আরও ক্ষতির আগেই দ্রুত সংস্কার কাজ করার জন্য ইউপি চেয়ারম্যান স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাচ্চুকে নির্দেশনা প্রদান করেন। এ সময় শ্রীউলা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মুকুল হোসেন, ইউপি সদস্য আবদুর রাজ্জাক, নজরুল ইসলাম বাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।