মো: আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কলল্যাণপুরে এলাকার সর্বসাধারণের জন্য উন্মুক্ত গড়-ইমহল জলমহলে সাদা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সদ্য আত্মপ্রকাশ করা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইসলামি সমাজ কল্যাণ পরিষদ রোববার ১৩ই আগষ্ট সকাল সাড়ে দশটায় মাছ অবমুক্ত করে। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আব্দুস সবুর, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান ও সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ সংগঠনের অন্য নেতৃবৃন্দের পরামর্শ ক্রমে মাছের পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক রিয়াজুল হাসান মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক মেসবাহ উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহারিয়ার জাহান নাদিম, অফিস সম্পাদক আবদুস সামাদ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবুর আলী। এই জল মহলে এলাকার সর্বসাধারণ খেওলা জাল দিয়ে মাছ ধরে খেতে পারবে এবং পরিবারের মাছের চাহিদা মেটাতে পারবে। তবে আটল, নেট পাটা, কারেন জাল, ফাঁস জাল, ছোট বড়ো বাইন জালে টানা দিয়ে বা অন্য কোন উপায়ে মাছ ধরা যাবে না বলে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।