এ এম রিয়াজ কামাল হিরণ,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃসাতকানিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৮ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা তাহসিন হোসাইনের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী,শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি জাকারিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরীসহ উপজেলা নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন। একই সময়ে তাদের মাঝে শুকনো খাদ্য, শিশু-খাদ্য ও বিশুদ্ধ পানীয়সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করেন।খাদ্যসামগ্রী বিতরণকালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, যেকোনো দুর্যোগে জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ করে থাকে। জামায়াতে ইসলামী সাতকানিয়ার বন্যা কবলিত অসহায় মানুষের পাশে রয়েছে। নানা বাধা-বিপত্তি থাকা সত্ত্বেও মজলুম সংগঠন জামায়াতে ইসলামী বন্যাদুর্গতদের পাশে সাধ্যমত সহায়তার হাত প্রসারিত করেছে। মজলুম সংগঠন জামায়াতে ইসলামী বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।এই সময় দেশের বিত্তশালী ও হৃদয়বানদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নেতৃবৃন্দ।