এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা:

বন্যা পরবর্তী সাতকানিয়া, লোহাগাড়ায় ফুড সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। লোহাগাড়া ও সাতকানিয়ায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ফুড সামগ্রী বিতরণ করেন ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। তিনি বলেন,বিপদগ্রস্থ মানুষের পাশে থেকে মানবিক সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। কিন্তু সরকার এখনো পর্যন্ত বন্যাপীড়িত অসহায় মানুষকে পর্যাপ্ত সহযোগিতা করেনি।যদি জনগণের নির্বাচিত সরকার থাকতো তাহলে এই বিপদের সময় তারা চুপ থাকতে পারতো না। তিনি আরো বলেন, রিজিকের মালিক আল্লাহ্‌। সেই আল্লাহকে যদি মেনে চলি, আল্লাহর আইন মেনে যদি সমাজ পরিচালনা করি, প্রতিনিয়ত আল্লাহর শুকরিয়া আদায়ে থাকি তাহলে এই সমাজে তিনি বরকত নাযিল করবেন। আসমান ও জমিনে রিজিকের সকল দুয়ার খুলে দেবেন। এই সময় আরো উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম,সাধারন সম্পাদক শহিদুল হাসান, শ্রমিকনেতা রেজাউল করিম মুরাদ,আব্দুল হামিদ,মঈন উদ্দীন সোহেল,মোস্তাক আহমদ, আব্দুল করিম, মুহাম্মদ আবু বক্করসহ স্থানীয় নেতৃবন্দ।