মোঃ আজগার আলী, নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা : স্তন ক্যান্সার সচেতনতা মাস অক্টোবর ২০২৩ উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ক্যান্সার ওয়েল ফেয়ার সোসাইটি ও রোটারী ক্লাব অফ সাতক্ষীরার যৌথ আয়োজনে স্তন ক্যান্সার সচেতনতা মাস অক্টোবর উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় সাতক্ষীরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট বিনেরপোতা চত্তবর থেকে একটি র‌্যালি শুরু করে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে প্রদক্ষিণ করে র‌্যালি শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সভাপতি শেখ নাসিরুল হকের সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম। প্রধান আলোচক হিসেবে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শহিদুর রহমান, সাতক্ষীরা সিনিয়র সিটিজেন সোসাইটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ড. সুশান্ত ঘোষ, ডা. নাজমুস সাকিব ব্রাইট, ডা. রেখা দাশ, রোটারী ক্লাব অফ সাতক্ষীরার সাবেক সভাপতি মাহমুদ হাসান, আমেরিকা প্রবাসী রুমি। এছাড়া বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোন্সা দত্ত, সাগরিকা মন্ডল, ক্যান্সার আক্রান্ত রোগি রেজাউল করিম, সাজেদা খাতুন, আসমা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, আওয়ামী লীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, এম আর পরিবহনের চেয়ারম্যান নুরুল হক, রোটারীয়ান নাসিমা খাতুন, কৃষকলীগ নেতা শফি প্রমুখ। প্রধান আলোচক ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন স্তন ক্যান্সারের লক্ষণ ও উপসর্গ, স্তন ক্যান্সার প্রতিরোধে কি করা উচিৎ এবং কখন ডাক্তারের কাছে যেতে হবে সে সব বিষয়ে আলোচনা করেন।