নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত। ৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের তারক সরকারের ছেলে সুব্রত সরকার বাপ্পি (৩০) ও সুব্রত সরকার এর ছেলে পবিত্র সরকার তূর্য (৪) মোটরসাইকেল যোগে আশাশুনি থেকে বাড়িতে ফিরছিলেন। প্রতি মধ্যে কোদনদাহ কেরানী মোড় এলাকায় পৌঁছালে ঘোলা থেকে আশাশুনি গামী ছেড়ে আসা ঢাকা মেট্রো জ ১১-১২৩৮ যাত্রিবাহী বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে সুব্রত সরকার বাপ্পি (৩০) ও ছেলে পবিত্র সরকার তূর্য (৪) মারা যান। তার স্ত্রী গুরুতর আহত হয়। আবুল কালাম মোড়লের নেতৃত্বে আশাশুনি ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছে মৃত বাবা ও ছেলেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্ত্রী শ্যামলী সরকারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ও ঘাতক বাস চালককে আটক করা হয়েছে।