মোঃ আজগার আলী, নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে এক যুবকের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কালিগঞ্জ ইউনিয়নের ফুল তলা মোড়ের পাশে বাজার গ্রামে। অভিযুক্ত অরবিন্দ দাস স্থানীয় এক গৃহবধূ শিফালী দাশকে নিয়মিত কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে।গতকাল গভীর রাতে শেফালি দাশের বাড়িতে গোপনে আসেন অরবিন্দ দাস। গৃহকর্তা না থাকার সুযোগ নিয়ে রাতে ওই গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে শেফালী দাসের গায়ের শাড়ি, ব্লাউজ, ছিঁড়ে ফেলেন। এক পর্যায়ে সে ডাক চিৎকার করলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অরবিন্দ দাস।পরে গৃহবধূ তার স্বামী ও শাশুড়িকে নিয়ে অরবিন্দ দাশের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন এস, আই হাফিজ রহমান জানান, শ্রী অরবিন্দ দাস দীর্ঘদিন যাবত একই এলাকার শেফালী দাস (৪২) গৃহবধূকে উক্ত্যক্ত করে আসছিল।কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের শ্রী সন্তোষ দাসের ছেলে শ্রী অরবিন্দ দাস (৪৫)।

গত ১৫ বছর ধরে একই পরিবারকে বিভিন্ন সময়ে উত্যক্ত করে আসছে। তাহার কুপ্রস্তাবে রাজি না হলে বসতবাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া সহ পরিবারের লোকজনকে হত্যার হুমকি দেন। একাধিক পরিবার ভুক্তভোগীরা হলেন, সুমন দাস (১৮), পিতা মঙ্গল দাস, তাসলি (২৬),স্বামী মৃত নজরুল গাজী, শ্রী হরদাশী (৩৮) স্বামী রবিন দাস, তারক দাস (৫০)স্বামী মঙ্গল দাস। এছাড়া ওই এলাকার অনেক পরিবার অরবিন্দু দাসের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। এমত অবস্থায় অরবিন্দ দাসের ভয়তে অনেক পরিবার বাড়ি থেকে বাইরে যেতে পারছেন না। গুরুতর অসুস্থ হলে শেফালী দাস ও তার মেয়ে অষ্টমী দাসকে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এর পরেও এরই সূত্রধরে গতকাল রাতে শ্রী অরবিন্দ দাস ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণ চেষ্টা চালায়। পরবর্তীকালে গৃহবধূ বাদী হয়ে অভিযোগ দায়ের করলে দায়ের পুলিশ ঘটনাস্থল প্রদর্শন করেন। এলাকার একাধিক পরিবার শ্রী অরবিন্দ দাসকে আইনের আওতায় এনে বিচারের দাবি করেন এলাকাবাসী।