মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃসাতক্ষীরা আশাশুনি সরকারি কলেজে পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ই জুলাই সোমবার দুপুর ১২.৩০ টায় শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ জাকির হোসেন ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক হোসেন আলী, অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক প্রভাষক ছহিল উদ্দিন। অনুষ্ঠানে কলেজের দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মোঃ আমানুর রহমান নিরব এর অকাল মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন ও তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক হাফেজ মোঃ বাকি বিল্লাহ।