মোঃ আজগার আলী, নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা কলারোয়া উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়। বৃহস্পতিবার ২৬শে অক্টোবর সকালে দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন-উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত কুমার পাল। এর আগে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়া।

র‌্যালিতে আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।