মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃসাতক্ষীরা দেবহাটা উপজেলার বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে স্থানীয় স্বাস্থ্য সেবার উন্নয়ন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সনাক্তকরন ক্যাম্প এবং রেফারেন্স উদ্বোধন করা হয়েছে। দেবহাটা উপজেলার কুলিয়া টিকেট কমিউনিটি ক্লিনিকে ১৭জুলাই, ২৩ ইং সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রকল্প এলাকা কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের জনগনের জন্য এই ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবা দেয়ার আয়োজন করা হয়।বিনামূল্যে ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ সনাক্তকরন রুগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করে অটো ভ্যান যোগে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে আশার আলোর কর্মকর্তারা জানান। ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ সনাকরন ক্যাম্প এবং রেফারেন্স উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ, প্রকল্প সমন্বয়কারী ডাঃ ইমতিয়াজ আহম্মেদ, প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন প্রমুখ। এ সময় সকলে স্বাস্থ্য সেবা সাধারন মানুষের দোরগোড়ায় পৌছাতে সরকার যে সিদ্ধান্ত গ্রহন করেছে সেটা বাস্তবায়নে সকলে একযোগে কাজ করার আহবান জানান।