মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বন্যা পরবর্তী ত্রান বিতরণ কার্যক্রম নিয়ে ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়্যারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রাং, নারচী ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন, চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা, বোহাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খাঁন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন্নবী হিরো ও সাংবাদিকবৃন্দ। সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক। এ সময় তিনি বলেন, উপজেলার যমুনা ও বাঙালি নদীর অববাহিকায় সম্প্রতি বন্যার পানি নিচু অঞ্চলে ঢুকে ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বগুড়ার জেলা প্রশাসক সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ক্ষেত্রে ইউপি চেয়ারম্যানসহ সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা পালনের জন্য আহ্বান জানান।
সারিয়াকান্দিতে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়
Related Posts
নিখোঁজ সংবাদ জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নে বাসিন্দা দুলু মিয়া নিখোঁজ
নীলফামারী প্রতিনিধি: একটি নিখোঁজ সংবাদ। মোতাসিম বিল্লাহ ওরফে দুলু মিয়া, বয়স ৩৯ বছর। পিতা মৃত একেএম ওবায়দুল্লাহ সালাফি গ্রাম -শৌলমারী মুন্সিপাড়া, পোস্ট -ডাকালিগঞ্জ, উপজেলা-জলঢাকা, জেলা- নীলফামারী। সে গাজীপুর সদর…
শুভ জন্মদিন সাংবাদিক তরুণ লেখক সোহানুর রহমান সোহান
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ আজ ১০ই নভেম্বর ভৈরবের জনপ্রিয় তরুণ লেখক সোহানুর রহমান (সোহান) এর শুভ জন্ম দিন। তিনি ২০০০ ইং সালের আজকের এই দিনে কিশোরগঞ্জ জেলার ভৈরবের জমির উদ্দীন মুন্সির বাড়ীর…