মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ৩১শে আগষ্ট বৃহস্পতিবার দুপুরে বন্যা পরিস্থিতি ও হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া স্পার-২ বাঁধ ভাঙ্গন কবলিত এলাকা সমুহ পরিদর্শন করেছেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক, থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, সারিয়াকান্দি উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম নদী ভাঙ্গন রোধ সহ স্থায়ী ব্যবস্থা গ্রহণ ও বন্যার্তদের সরকারি সহায়তা নিশ্চিত করার কথা জানান। কোন অবস্থাতেই যাতে বাঁধ ভেঙ্গে সাধারণ জনগণের জানমালের ক্ষতি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেন। হাটশেরপুর ইউনিয়নসহ বন্যা কবলিত অন্যান্য ইউনিয়নের নদীর তীরবর্তী সকলকে সতর্ক অবস্থানে থাকার জন্য অনুরোধ করেন। সরকারের পক্ষ হতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীও মওজুদ আছে বলেও জানান তিনি।
মোঃ ফরহাদ হোসেন
০১৭৫৫৪২৭৭৯২