মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কুতুবপুর ইউনিয়নে বন্যায় পানি বন্দী ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ৩১ জুলাই মঙ্গলবার সকালে মানবিক সহায়তার ১০ কেজি করে ১৫০০ পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। চাল বিতরণে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতোয়ার রহমান মিঠু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা, ইউপি সচিব উম্মুল কোড়া, ইউপি সদস্য আইয়ুব আলী, আসাদুজ্জামান, নজরুল ইসলাম, জহুরুল ইসলাম, ফরিদ উদ্দিন, মোহাম্মদ আলী, আয়নাল হক, ফরিদ প্রাং, হিসাব সহকারী এনামুল হক, উদ্যোক্তা শিপন মিয়া, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গ্রাম পুলিশের সদস্য এবং উপকারভোগীরা প্রমুখ।