মোঃ ফরহাদ হোসেন,বগুড়া প্রতিনিধি:বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নিউ সোনাতলা যুব সমাজের আয়োজনে সোনাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাদক, জুয়া, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোর গ্যাং এবং আত্মহত্যা প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ আগষ্ট সোমবার বিকেলে সাবেক ইউপি সদস্য মোহসীন আলী এর সভাপতিত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, সাংবাদিক ফরহাদ হোসেন, সমাজ সেবক আব্দুস সালাম, সাহার আলী, পিন্টু মিয়া, রত্না বেগম, যুব সমাজের পক্ষ থেকে সালমান শাহ। কুরআন তিলাওয়াত করেন নয়ন মিয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহিলা ইউপি সদস্য উম্মে খায়ের স্বপ্না, রায়হান, সোহাগ, গফুর ও শাহিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তব্যে মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও আত্মহত্যা প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা বলেন। মাদক কারবারিদের বিষয়ে কঠোর হুশিয়ারি প্রদান করেন।
সারিয়াকান্দি উপজেলা নিউ সোনাতলায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
Related Posts
সৌখিন দৌড়বিদদের সংগঠন ‘টিম ধানমন্ডি’র ফ্রেন্ডশিপ রান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অন্যতম বড় সৌখিন ও অপেশাদার দৌড়বিদদের সংগঠন টিম ধানমন্ডি ৭ ডিসেম্বর ২০২৪ “ধানমন্ডি ফ্রেন্ডশিপ টেন কে ২০২৪” শিরোনামে ফ্রেন্ডশিপ রান আয়োজন করে। রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ১০…
অভয়নগর উপজেলার গণধিকার পরিষদের যুব অধিকার পরিষদের কমিটি গঠন হয়।
বি এম শামসুর রহমান (জসিম),বিশেষ প্রতিনিধিঃ “বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার” আওতাধীন অভয়নগর উপজেলার কমিটির হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন যশোর জেলার ও অভয়নগর উপজেলার নেতা ও নেতৃবৃন্দ।যুব অধিকার…