মোঃ ফরহাদ হোসেন,বগুড়া প্রতিনিধি:বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নিউ সোনাতলা যুব সমাজের আয়োজনে সোনাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাদক, জুয়া, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোর গ্যাং এবং আত্মহত্যা প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ আগষ্ট সোমবার বিকেলে সাবেক ইউপি সদস্য মোহসীন আলী এর সভাপতিত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, সাংবাদিক ফরহাদ হোসেন, সমাজ সেবক আব্দুস সালাম, সাহার আলী, পিন্টু মিয়া, রত্না বেগম, যুব সমাজের পক্ষ থেকে সালমান শাহ। কুরআন তিলাওয়াত করেন নয়ন মিয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহিলা ইউপি সদস্য উম্মে খায়ের স্বপ্না, রায়হান, সোহাগ, গফুর ও শাহিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তব্যে মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও আত্মহত্যা প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা বলেন। মাদক কারবারিদের বিষয়ে কঠোর হুশিয়ারি প্রদান করেন।