মোঃ সাদেকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ক্রেতা সেজে সদর উপজেলার দুই ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
সোমবার (৯অক্টোবর) সকালে অভিযানে বেশি দামে পণ্য বিক্রী ও বিদেশী পণ্যে আমদানিকারকের পরিচয় না থাকায় এ জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট অফিসসূত্রে জানা যায়, সদর উপজেলার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সামনে সামনে হেলথ এন্ড লাইফ ফার্মেসী উঘঝ স্যালাইন বেশি দামে বিক্রয় করার অপরাধে ১০হাজার টাকা এবং শহরের স্মরণ ফল ঘরকে বিদেশি চকলেটে আমদানিকারকের স্টিকার ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও শহরের ভ্রাম্যমাণ চটপটি, ফুসকা ও ভাজাপোড়ার দোকানে তদারকি করা হয় এবং স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের নানাভাবে পরামর্শ দেওয়া হয়। পুলিশ লাইন সিরাজগঞ্জ ও সদর থানা পুলিশের একটি চৌকস টিম এর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক হাসান আল মারুফ।