মোঃ সাদেকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন এর জানাযা নামাজ ও দাফনকার্য্য সম্পন্ন হয়েছে।
(২৬সেপ্টেম্বর ২০২৩) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থান মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে মালশাপাড়া কবরস্থানে দাফন কার্য্য সম্পন্ন করা হয়।

(২৬ সেপ্টেম্বর), সোমবার সন্ধ্যা ৭.৩০টায় সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর খলিফাপাড়া নিবাসি, বিশিষ্ট সাংবাদিক দৈনিক সিরাজগঞ্জ বার্তা ও সিরাজগঞ্জ প্রতিদিনের প্রাক্তন সম্পাদক, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন ভুঁইয়া ইন্তেকাল করেন (ইন্না-নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১মেয়ে, স্ত্রীসহ অসংখ্যক আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছেন।
জানাজা নামাজে পূর্বে বক্তব্য রাখেন দৈনিক যুগের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেলাল উদ্দিন ও আনোয়ার হোসেন এর পুত্র।

জানাযা নামাজে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুস, সদস্য ও দৈনিক সিরাজগঞ্জ বার্তা’র সম্পাদক আব্দুল হামিদ খান হীরা, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন,সিরাজগঞ্জ মিডিয়া হোম এর চেয়ারম্যান, দৈনিক আমাদের বাংলার’ সিরাজগঞ্জ ব্যুরো চীফ শেখ মো: এনামুল হক, দৈনিক আমাদের কণ্ঠ’র সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাউল করিম খান, দৈনিক যুগের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার আহসান হাবীব মুন্না, আলী আশরাফ, দৈনিক লাখো কণ্ঠ’র সিরাজগঞ্জ প্রতিনিধি সেলিম শিকদার, দৈনিক তৃতীয়মাত্রা’র সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক গণজাগরন’র সিরাজগঞ্জ প্রতিনিধি আমির হোসেন চান সহ মরহুমের আত্মীয় স্বজন,বন্ধু-বান্ধব সহ সর্বস্তরের মুসলমানরা উপস্থিত ছিলেন।