মোঃ সাদেকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। পুলিশের প্রাথমিক ধারনা অজ্ঞাত ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৩রা অক্টোবর) বিকেল চারটায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিথুলিয়া গ্রামের মন্ডলপাড়ায় হাকিম মন্ডলের ধানক্ষেতে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম মৃধা এবং পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন ও উপপরিদর্শক আব্দুল বাকী সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মরদেহটি অর্ধগলিত হওয়ায় এবং তার মুখ মন্ডল পোকায় খেয়ে ফেলার কারণে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তার জিহ্বায় কামড় দেয়া এবং গলায় কিছু একটা পেচানো রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।”

তিনি আরো জানান, “লাশের ময়নাতদন্তের পর আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”