মোঃ ইয়াসির আরাফাত,সিরাজগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

নির্বাচন যতো ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথী নিয়ে জনভব না ততো বৃদ্ধি পাচ্ছে । বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একাধিক মনোয়ন প্রত্যাশী সদর আসনের ( সিরাজগঞ্জ ২ ) মাঠে ময়দানে প্রচরণা শুরু করায় এ আসন ঘিরে আলোচনার কমতি নেই। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেও তাদের আলোচিত প্রায় প্রাথী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দুর্নীতি মামলায় ৯ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় আইনি জতিলতা মমাধান না হলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না তা যে পরিস্কার ,তেমনি দলটির পক্ষ থেকে টুকুর স্ত্রী সাবেক এমপি রুমানা মাহমুদ বা তার পুএ আবেদ মাহমুদ দলীয় মনোনয়ন পাবেন বলে দলের নেতাকর্মীরা।