নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুত গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ওই বাসেরই এক যাত্রীকে পিষে মেরেছে। শনিবার (১২ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারি বিএমএ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত যাত্রীর নাম বুলবুল মিয়া (৬০)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা। ওই বাসটি ফটিকছড়ির মাইজভান্ডার দরবারে যাচ্ছিল।পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুরনো জাহাজের যন্ত্রাংশের ওপর গিয়ে পড়ে। এ সময় বাসের দরজার কাছে থাকা যাত্রী বুলবুল মিয়া ছিটকে গিয়ে বাসের চাকা ও জাহাজের যন্ত্রাংশে মাঝে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা গিয়ে বুলবুল মিয়ার লাশ উদ্ধার করে।
বারআউলিয়া হাইওয়ে পুলিশের এসআই দীপক কুমার সিংহ বলেন, বাসটি ৪৫ জন যাত্রী নিয়ে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফে যাচ্ছিল। বুলবুল মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের আরেক যাত্রী সামান্য আহত হন।