মোঃ নুর ইসলাম মৃধা,স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ৩ নং গলাচিপা ইউনিয়ন পরিষদে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিনের অবরোধে সরকারের বিশেষ ভিজিএফ চাল বিতরন করা হয়েছে।
১৪ অক্টোবর শনিবার সকাল ১১ টা থেকে এ চাউল বিতরন শুরু হয়।এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটুসহ উপস্থিত ছিলেন, মোঃ জহিরুন নবী মৎস্য অফিসার গলাচিপা,তিনি বলেন,এই পরিষদে ৃ মোট কার্ড ধারী উপকার ভোগীর সংখ্যা হচ্ছে ১৫৯০ জন।চালের পরিমান হচ্ছে ৩৯.৭৫০ মেট্রিকটন।প্রতি জেলে চাল পাচ্ছে ২৫ কেজি করে।এ চাল বিতরণে কোন অনিয়মের সুজোগ নেই। চাউল নিতে আসা ৯ নং ওয়ার্ডের জেলে মোঃ আকাব্বার ফকির বলেন ,২৫ কেজি চাউল পেয়েছি। নদীতে ইলিশ মাছ ধরা নিষেধ ছেলে মেয়ে নিয়ে আমাদের সংসার চালাতে কষ্ট হয়।যদি সরকার ২২ দিনের অবরোধে আমাদের ৫০ কেজি চাউল দিতো তাহলে একটু আমাদের উপকার হতো।চাউল বিতরন কালে দায়িত্বে থাকা সচিব রিপন চন্দ্র শীল বলেন,১৫৯০ জন মৎস্য উপকার ভোগীকে সুন্দর ভাবে চাউল বিতরন করছি প্রতিজন ২৫ কেজি করে চাউল পেয়েছে। চাউল বিতরন চলবে বিকাল পর্যন্ত।