জুনেদ বিন ফরিদ,জৈন্তাপুর প্রতিনিধি:প্রাকৃতিক দূর্যোগের কারণে ৩ শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে।শুক্রবার (১১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, প্রাকৃতিক দূর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। তবে, অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।এদিকে, চলতি বছরের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করেন কিছু শিক্ষার্থী। পরীক্ষা পেছানোর পাশাপাশি ৫০ নম্বরে পরীক্ষা নেওয়ারও দাবি জানান তারা। তবে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, চলতি বছরের ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।
৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছাল
Related Posts
ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন হয়েছে
মোঃউজ্জল হোসেন,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার,…
১০ম গ্রেড বাস্তবায়নে এক দফা দাবিতে মানববন্ধন করেন প্রাথমিক সহকারী শিক্ষকরা।
বগুড়া প্রতিনিধিঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বগুড়ার সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সহকারী শিক্ষকরা।সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় এ মানববন্ধন অনুষ্ঠিত…