নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ৯ কেজি গাঁজাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। শনিবার ৮ জুলাই রাত ৮ টার সময় জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে নাহার এ্গ্রোর সামনে থেকে মাদক উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে মহাসড়কে থানার এসআই কামরুল আলম সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মাদক নিয়ে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-১১-৯৭০৫) চট্টগ্রামের দিকে যাচ্ছে। এসময় গাড়ীটাকে আটক করে তল্লাশীকালে গাড়ীর ডিকিতে রাখা ১টি বস্তায় ৫টি প্যাকেটে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা। এসময় গাড়ীতে থাকা মাদক পাচারকারী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার হোসেনপুর গ্রামের হারুন উর রশিদের ছেলে আরিফ হোসেন প্রকাশ বাবু (২২) এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো. সুমনকে (১৯) আটক করা হয়। এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৯ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ ২ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।