কবিতা: অন্তিম যাত্রার আয়োজন
কলমে: রকিবুল ইসলাম অমাবস্যার ঘোর অমানিশা’য় বিনিদ্র নিম রজনীর নিঃসীম ঘণ,গাঢ় আঁধারে খুঁজেছি! হারিয়ে যাওয়া,দু-স্মৃতির আড়ালে তলিয়ে যাওয়া তোমায়। খুঁজেছি দৃষ্টির নিভু নিভু প্রদীপ জ্বেলে। পাইনি কোথাও তোমায়,পাইনি তোমার ছায়াকে।…