কিশোরগঞ্জ জেলা প্রশাসক কাছে হেলিকপ্টার অবতরণের অনুমতির জন্য আবেদন

মোহাম্মদ রুস্তম আলী,স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ

১৯-০১-২০২৫ তারিখে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কাছে হেলিকপ্টার অবতরণের অনুমতির জন্য আবেদন করেন
কাউছার আহমেদ, পিতা: মো: বাবুল মিয়া,সাং:-চান্দপুর কুড়ের পাড়,জেলা কিশোরগঞ্জ, এই মর্মে আবেদন করতেছি যে কিশোরগঞ্জ জেলা বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, কিশোরগঞ্জ-০২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এবং সুইডিশ সরকারের অর্থনীতিবিদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও কিশোরগঞ্জ শহরের প্রথম পৌরসভা মেয়র ও সাবেক সংসদ সদস্য প্রয়াত নুরুজ্জামান চাঁন মিয়া সাহেবের সুযোগ্য সন্তান ও সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য মরহুম এডভোকেট মুসলেহ উদ্দিন সাহেবের নাতি জননেতা শহীদুজ্জামান কাকন ভাই, সময় স্বল্পতার কারণে হেলিকপ্টার যোগে আগামী ০৮/০২/২০২৫ ইং তারিখ রোজ শনিবার দুপুর ১৪:৩০ ঘটিকায় কটিয়াদি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করবেন এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের মাঝে সম্পৃক্ততার লক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে আগমন করিবেন এবং দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনা ও মত বিনিময় শেষে একই তারিখ সন্ধ্যা ১৮:০০ ঘটিকায় ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওনা করবেন, তাই হেলিকপ্টার অবতরণের অনুমতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করছি।

অতএব, মহোদয় সমীপে আমার আবেদন কটিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে হেলিকপ্টার অবতরণ এর সু-ব্যাবস্থা দানে আপনার মর্জি কামনা করছি।
অনুলিপি:
উপজেলা নির্বাহী অফিসার, কটিয়াদী উপজেলা।
সহকারী কমিশনার ভূমি কটিয়াদী উপজেলা।
। ভারপ্রাপ্ত কর্মকর্তা, কটিয়াদী মডেল থানা।