কিশোরগঞ্জ জেলায় পরিবেশ রক্ষা আন্দোলনের (পরা) এর যাত্রা শুরু।

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে পরিবেশ রক্ষা আন্দোলন (পরা) নামে একটি পরিবেশবাদী সংগঠন এর আত্মপ্রকাশ গঠেছে।
নদী, কনন,শব্দ দূষণ প্রতিরোধ, পুকুর ভরাট রোধ,কলকারখানার বর্জ্য পদার্থ দ্বারা পরিবেশ দূষণ রোধে কাজ করবে পরিবেশ রক্ষা আন্দোলন (পরা)
মোঃ রেজাউল হাসানাত নাহিদ কে জেলা কমিটির আহবায়ক ও মোঃ সাইফুল্লাহ সিদ্দিক হিমেল কে সদস্য সচিব করে মোট ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির অন্য সদস্যরা হলেন মোঃ হোসাইন সাব্বির আহমেদ, রাসেল,মোঃ-মাহফুজুল হক খান (জিকু), মোঃ হযরত আলী অভি,মোঃ এনামুল হক শিমুল, মোঃ মামুন,মোছাঃ-শারমিন আলম,মোঃ-সালেক হোসেন রনি,মোঃ ফাহিম ইসরাক সাবাব,মোঃ উমারিয় হায়দার আরাফ,মোঃ মোহাবিবুর রহমান মিন্টু, মোছাঃ-জাকিয়া সুলতানা,মোঃ-খায়ের আহমেদ খন্দকার লিমন,মোঃ-মুস্তাকিন,মোঃ-কাওছার আহমেদ দুরন্ত, মোঃ-তানভীর আহমেদ, মোঃ-হিমেল আহমেদ খান,মোঃ-মনজুরুল হাসান অভি,মোঃ-মুস্তাকিম হাসান।