হৃদয় খুনের বিচার

এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
হৃদয় খুনের বিচার যদি
থাকতো এই ভবেতে,
তোমার নামে বিচার দিতে
যাইতাম আদালতে।
চাইতাম গিয়ে আদালতে
মন ভাঙ্গার বিচার,
প্রেমের নামে ভেঙ্গেছ মন
হয়তো সাজা তোমার।
ফাঁসি কিংবা যাবজ্জীবন সাজা
হয় খুনের আসামী ,
তাদের চেয়েও বড় অপরাধ
করেছ বন্ধু তুমি।
যার হৃদয়ে লেগেছে একবার
প্রেম কলঙ্কের দাগ,
তিলে- তিলে হয় মরন তার
প্রেমের অপবাদ।
অবুঝ মনে প্রেম শিখিয়ে
করেছ যে ভুল,
জীবন দিয়ে দিতে হতো
সেই ভুলের মাশুল।