কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

খায়ের আহম্মদ (খন্দকার লিমন),সদর উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জঃ

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২১/০১/২০২৫ ইং মঙ্গলবার সকাল পৌনে ১১টায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান, তিনি বলেন আজকের তরুণরা তাদের চিন্তাভাবনা কর্ম এবং উদ্ভাবন দ্বারা বাংলাদেশকে একটি সমৃদ্ধ আধুনিক এবং প্রযুক্তি নির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের প্রতি সম্মান প্রদর্শণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ইয়াজ ইবনে জসিম। প্রবন্ধটি সম্পাদনা করেন আশরাফ আলী সোহান।

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক প্রবন্ধে উঠে আসে ‘শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি-উদ্ভাবন, পরিবেশ এবং টেকসই উন্নয়ন, সমাজসেবা এবং মানবাধিকার, রাজনীতি ও নেতৃত্ব, সামাজিক যোগাযোগ এবং আন্তর্জাতিক সম্পর্ক, বেকারত্ব ও অর্থনৈতিক উন্নয়ন’ সম্পর্কিত গুরুত্বপূর্ন বিষয়।

জেলা প্রশাসক ফৌজিয়া খান এর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন আক্তার, সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার মনতোষ বিশ্বাস, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ.কে. নাছিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সম্পাদক মুনিরুজ্জামন খান চৌধুরী সোহেল, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, চব্বিশের অভ্যুত্থানে অংশ নেয়া একদল তরুণ-তরুণীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।