কিশোরগঞ্জে পর্দা নামলো জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের আজ,প্রধান অতিথি জেলা প্রশাসক মোছাঃ–ফৌজিয়া খান

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু)
সিনিয়র স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন এর অংশ হিসেবে জেলা পর্যায়ের জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭ বালক-বালিকা) এর ফাইনাল ম্যাচ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে প্রথম ম্যাচে অনুর্দ্ধ -১৭ বালিকা পর্বে মুখোমুখি হয় পাকুন্দিয়া উপজেলা ও কিশোরগঞ্জ পৌরসভা ফুটবল দল। এতে কিশোরগঞ্জ পৌরসভা ১-০ গোলে জয় লাভ করে টুর্নামেন্টে বিজয়ী হয়। দ্বিতীয় ম্যাচ অনুর্দ্ধ -১৭ বালক পর্বে কিশোরগঞ্জ সদর উপজেলাকে ২- ০ গোলে পরাস্থ করে কিশোরগঞ্জ পৌরসভা টুর্নামেন্টে বিজয়ী হয়।
পরে বিজয়ী দলকে চ্যাম্পিয়ান ট্রফি এবং পরাজিত দলকে রানার আপ ট্রফি তুলে দেন টুর্নামেন্টের প্রধান অতিথি জেলা প্রশাসক ফৌজিয়া খান।
ফাইনাল ম্যাচে দর্শক সারিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা,কিশোরগঞ্জ জেলা জামাআতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ আল মোস্তাফাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনকি মিডিয়ার সাংবাদিকবৃন্দ।