ছয় মাসের অন্তর্বর্তী সরকার, শতভাগ ব্যর্থ বনাম অপারেশন ডেভিল হান্ড, অতএব

অথই নূরুল আমিন
৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকার, মহামান্য রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন এর বাসভবন, বঙ্গভবনে শপথ নেন। আজকে ৮ ফেব্রুয়ারি ২০২৫ চলে। এর মধ্যে জনগণের জন্য সরকারের যেমন নেই কোনরকম ভালো কিছু করার উদ্যোগ। এদিকে আইনশৃঙ্খলার রয়েছে চরম অবনতি। সরকারি চাকরির ক্ষেত্রে নেই কোন সুখবর। বৈষম্যবিরোধী আন্দোলনরত ছেলে মেয়েরাও অনেকেই পাচ্ছে না চাকরি, অনেকেই পাচ্ছে না কোনরকম সুযোগ সুবিধা।
অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। এখনো বন্ধ হয়নি প্রশাসনে ঘুষ বাণিজ্য। এর মধ্যে বাড়িয়ে দেয়া হয়েছে সিগারেটসহ শতাধিক পণ্যের মূল্য। এটাকে বলে জ্বালার উপরে জ্বালা। বিগত সরকারের দুর্নীতির রোষানলে পড়েছিল জনগণ। তাই জুলাই বিব্লবে অংশ নিয়েছিল ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুল দাবী ছিল কোটা সংস্কার দূর করতে হবে।
অথচ বতর্মান সরকার ছয় মাসেই সর্বক্ষেত্রে শতভাগ ব্যর্থতার পরিচয় দিচ্ছে জনগণের মাঝে। অবশেষে আজও শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক গুলো সুন্দর ও সঠিকভাবে দিতে পারেননি শিক্ষা উপদেষ্টা। আসলে এগুলো একদিন ইতিহাস হয়ে রবে।
একটি সরকার ক্ষমতায় থাকা অবস্থায়, দেশের যেকোনো স্থানে ঘটছে অসংখ্য অপ্রীতিকর সব ঘটনা। বিভিন্ন মন্ত্রী এমপির বাড়ি ভাঙচুর এবং লুঠপাট চলছে প্রকাশ্যে। এগুলো দেশের জনগণ ভালো বলছে না কেউ। আমার কথা হলো। যখনই যারা ক্ষমতায় থাকবে সেখানে তাদের নিজ অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করলে। জনগণ তাদেরকে ভালো বলবেন। আমি ও তাই চাই। আওয়ামী লীগ সরকার বেশকিছু খারাপ কাজ করেছে বিধায় তাদের আজকে কঠিন পরাজয়।
রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে যখন দুর্নীতি করা শুরু করে। জনগণ যখন হতাশায় পরে। তখন দেশের জনগণের শেষ ভরসা থাকে, অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের উপর।
কিন্তু দুঃখের বিষয় হলো। গত ছয় মাসে শাহবাগসহ বিভিন্ন জায়গায় ভুক্তভোগী জনগণের শতাধিক দাবী ছিল,বতর্মান সরকারের কাছে। তার মধ্যে দুই শতাংশ দাবি দাওয়ার ভারও অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারেননি।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি। তখনও দেখা গেছে। তখনও সেনাবাহিনীকে ম্যাজিষ্টেট সমমান পাওয়ায় দেয়ার পরও দেশে চরম অরাজকতা হয়েছে। আজকে আবার বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী নতুন করে নতুন রুপে মাঠে নেমেছে। অপারেশন ডেভিল হান্ড শ্লোগান নিয়ে। যার অর্থ হলো শয়তান তাড়ানোর দোয়ার মত বা শয়তান বধ করার জন্য।
বতর্মান সরকারের উচিৎ ছিল। শপথ নেয়ার পরই দেশের সরকারি আওয়ামী পন্থী বড় আমলাদের মধ্য থেকে পঞ্চাশ শতাংশ আমলাকে বহিস্কার করা। ঐ সকল জায়গা গুলোতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে যোগ্যতা বুঝে চাকরি দেয়া। তা আর হলো না। আজকে আপনারা কিন্তু এই ছাত্রদের সরকার। আপনারা যদি আজকে ওদের জন্য চাকরির ব্যবস্থা না করতে পারেন। নির্বাচনে নতুন কোন সরকার এসে কি ওদের জন্য কিছু করবে? আমার তো মনে হয় না । তাহলে তাদের এই ত্যাগ এই শ্রম তখন তো সবই বৃথা যাবে!
বতর্মান সরকারকে বলছি, আপনারা আপনাদের মেধা দিয়ে জনগণের মন জয় করতে পারেননি। লাখ দুইয়ের বেকার ছেলেমেয়েকে চাকরি দিতে পারেননি। এই ধরনের মেধাই আপনাদের নেই। তা কিন্তু নিশ্চিত করেই বলা যায়। আপনারা একটা ভালো সুযোগ পেয়েছেন। তা হলো সেনাবাহিনী। সেনাবাহিনীর ভয় দেখিয়ে খুব বেশিদিন, ক্ষমতায় থাকতে পারবেন তা কিন্তু নয়। যেকোনো সময় সেনাবাহিনীর কাছেও সম্পূর্ণ ক্ষমতা চলে যেতে পারে। তখন কিন্তু আপনাদের বদনামটা শুধুমাত্র সারাজীবনের জন্য জনগণের কাছে থেকে যাবে। খবরে প্রকাশ, সারাদেশে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। আজ রাত থেকেই শুরু হতে যাচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। দেশের আইনশৃ’ঙ্খলা পরিস্থিতি উন্নত করতে ও অপরাধমূলক কার্যকলাপ দমন করতে যৌথ বাহিনী একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করবে। লক্ষ্য: • অপরাধ দমন • স’ন্ত্রাস নির্মূল
• জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের শান্তি ও শৃ’ঙ্খলা রক্ষায় এই অভিযান হবে সর্বোচ্চ গুরুত্বসম্পন্ন।
সবাই সতর্ক থাকুন এবং আইনশৃ’ঙ্খলা বাহিনীকে সহায়তা করুন।
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী