সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের সংবাদ সম্মেলন

মোঃ সাদেকুল ইসলাম
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে প্রকৃত ত্যাগীদের স্থান না দেয়ার অভিযোগ তুলে, তা বাতিলের জন্য ৬ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র সমাজ। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের এসএস রোডস্থ একটি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ আল্টিমেটাম দেন।
এছাড়া আগামী ৬ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল না করলে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ব্লকেড’র হুশিয়ারিও দেন তারা। একই সঙ্গে এই কমিটি দেয়ার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের পদত্যাগ দাবি করেন। এসময় উপস্থিত নব-গঠিত কমিটিতে স্থান পাওয়া প্রায় ৩০ জন স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
সিরাজগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মুনতাসির হাসান মেহেদী তার লিখিত বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবে সারা দেশের মতো সিরাজগঞ্জের ছাত্রজনতাও বুকের রক্ত ঢেলে দিয়েছে। তবে দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে, ৫ আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের কমিটি গঠন করেছে। আরও উদ্বেগের বিষয়, এ কমিটির নেতৃত্বে এমন অনেককে রাখা হয়েছে যারা সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত।
এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা এক পত্রে ২৮৪ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকেই এই কমিটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।