চকরিয়া – পেকুয়ার দু’ উপজলা চেয়ারম্যানের দুই দিনের রিমান্ড মঞ্জুর

ইয়াছমিন মুন্নী
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ছাত্রদল নেতা মিজানুর রহমান হত্যা মামলায় চকরিয়া ও পেকুয়া উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যানকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলায় তদন্ত কর্মকর্তা রিমান্ড চাইলে তাদের উপস্থিতিতে আদালত রিমান্ড মঞ্জুর
করেন।
তারা হলেন,চকরিয়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ফজলুল করিম সাঈদী ও পেকুয়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও পেকুয়া যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম।

চকরিয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান,গত ২০১৩ সালের ২৫ অক্টোবর বিকাল ৩ টার দিকে কেন্দ্রীয় বিএনপির ডাকা সারাদেশের কর্মসূচী পালন করার জন্য চকরিয়া উপজেলা কাকারা ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠন মিছিল বের করে। মিছিলে ছাত্রদল কর্মী মিজানুর রহমানও ছিলেন। সে সময় আওয়ামীলীগের গুলিতে ছাত্রদল নেতা মিজানুর রহমান নিহত হন।

এ ঘটনায় ছাত্রদল নেতা মিজানের পিতা শাহ আলম বাদী হয়ে চকরিয়া উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ সহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।দৈনিক সংবাদ চিত্র, কক্সবাজার জেলা