হে রাষ্ট্র তুমি আজও অভিশপ্ত

এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
হে রাষ্ট্র তুমি এখনও অভিশপ্ত-
তোমার বুকে আজও ঝরে
তরুন যুবকের তাজা রক্ত।
রক্তে রঞ্জিত তোমার ভূমি
চলছে লাশের মিছিল অভিরত।
হে রাষ্ট্র তুমি আজও অভিশপ্ত-
আজও থামেনি জালিমের জুলুম
মুক্তি মেলেনি মাজলুমানের,
লাশের কফিন কাঁধে মুক্তির সন্ধানে
রাজপথে ঢাক আসে মিছিলের।
স্তব্ধ হৃদয় শূন্য মায়ের বুক
হাজারো প্রশ্ন হৃদয়ে,
আর কত শহীদ হবে সোনার ছেলে?
রাজপথ রাঙ্গাবে রক্ত দিয়ে।
আর কত দানব জন্ম নেবে তোমার বুকে
রাজনৈতিক সাধু সেজে?
রক্তের বিনিময়ে মিটাবে পিপাসা
ক্ষমতার চেয়ারে বসে।
হে রাষ্ট্র তুমি আজও অভিশপ্ত-
স্বাধীনতার নামে ঝরছে রক্ত
তোমার বুকে যুগ যুগ ধরে,
আর কত কাশেমের জীবন
ঝরবে অকাতরে,
আবরার মুগ্ধ আবু সাঈদ নিবে কত?
রক্ত দেবার তরে।
আর কত মালেকের হবে আবির্ভাব?
অকালেই ঝরে যাবে তাজা প্রাণ,
কত নোমানি শহিদ হলে পরে?
এই জাতি পাবে মুক্তির নিশান।
হে রাষ্ট্র, তুমি কেন অভিশপ্ত?
তোমার বুকে উড়তে স্বাধীন পতাকা
তবুও কেন তুমি রক্তাক্ত?
হে রাষ্ট্র, তুমি কেন পরাজিত?
চোখের পানিতে বুক ভেসে যায়
লাশের কফিন কাঁধে বাবা ক্লান্ত।
রাষ্ট্র তুমি তো জানো-
সন্তানের লাশ বাবার কাছে
পাহাড় সমান বোঝা,
মায়ের কাছে মৃত্যুর সমান
সন্তানের রক্তে আচল ভেজা।
বোনের কাছে করুন আহাজারি
ভাইয়ের লাশ উঠুনে রাখা,
ভাইয়ের কাছে চাপা কান্না
স্তব্ধ পৃথিবী অসহায় মানবতা।
হে রাষ্ট্র তুমি আজও অভিশপ্ত-
অভিশপ্ত তোমার স্বাধীনতা,
চারিদিকে লাঞ্চিত মানবতা
কলঙ্কিত স্বাধীন পতাকা,
রক্ত পিপাসুদের রক্তের নেশা
এসব নহে কোন গল্প কথা।
হে রাষ্ট্র আজও পাইনি মোরা স্বাধীনতা
আপেক্ষিত বিজয়ের বার্তা,
জেগেছে জাতি ভেঙ্গেছে নিরবতা
এবার আসবেই স্বাধীনতা।
এবার আসবেই স্বাধীনতা।