নিখোঁজ বিজ্ঞপ্তি

 

আমার পিতা মোঃ নুরুল হক (৫৭), পিতা- মৃত ভেদু মোহাম্মাদ, সাং- কিসমত বসেয়া, থানা- আটোয়ারী, জেলা- পঞ্চগড়, গত ০৪/০৩/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। জানা যায়, ওই দিন সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময় তিনি কিসমত রেল স্টেশন থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠেছেন।

(উল্লেখ্য যে উনি কিছুটা মানসিক ভারসাম্যহীন)

 

নিখোঁজ ব্যক্তির বিবরণ:

– বয়স: ৫৭ বছর

– উচ্চতা: ৫ ফুট ৫ ইঞ্চি

– গায়ের রং: ফর্সা

– পরনে: নেভী ব্লু রঙের লুঙ্গী, টি শার্টও খয়েরি রঙের জ্যাকেট পরিহিত।

 

কোনো সুহৃদয় ব্যক্তি তাঁর খোঁজ পেলে দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

 

যোগাযোগ:

মোঃ আলাল হোসেন

মোবাইলঃ ০১৭৬২২৪৯৬২৬