কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৮ সদস্য দেশীয় অস্ত্র সহ গ্রেফতার। ডাকাতি কাজে ব্যবহারিত তিনটি মোটরসাইকেল জব্দ।

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো তলোয়ার ও তিনটি মোটরসাইকেল-সহ ০৮ (আট) ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। বুধবার (১৩ মার্চ) র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কিশোরগঞ্জ সদর থানাধীন চর মারিয়া এলাকায় ৮/৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছে। কিশোরগঞ্জ সদর থানাধীন চর মারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-১৪ । আটককৃতরা হলেন , মোঃ মেহেদী হাসান রবিন (২৮), পিতা-মোঃ মতিউর রহমান, সাং-লতিফাবাদ। রায়হান জামান একান্ত (২৭), পিতা- মোঃ হেলাল উদ্দিন, সাং-গাইটাল।
ইমতিয়াজ জাহান আকাশ (২৯), পিতা-সাইফুল ইসলাম, সাং-গাইটাল। রাগিব আবসার (২২), পিতা-মৃত জামাল আকন্দ, সাং- শোলাকিয়া ইদগা রোড। মোঃ রাকিব (২৮) পিতা- মোঃ বাচ্চু মিয়া, সাং-গাইটাল ডুবাইল । মোঃ হাছান উদ্দিন (২০), পিতা- আঃ মালেক । খায়রুল ইসলাম (২২), পিতা- হেলাল উদ্দিন । মেহেদী হাসান (২৫) পিতা- রতন ভূইয়া সর্ব সাং-গাইটাল। গ্রেফতারকৃতদের থেকে একটি ষ্টীলের ধারালো তলোয়ার ও ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মটরসাইকেল আটক করে জব্দ করা হয়।