ভালোবাসায় ভরিয়ে দেবে

 


বাবুর আলী গোলদার

বেলা শেষে রইবে না কেউ সাথে
যৌলুশ হারা জীবন হবে
ঘর্মাক্ত দেহ হবে
কোন সুজন আসবে
ভোরবেলা সব উড়ে আসে পঙ্খিরাজে
সাত সকালে আলু ভত্তা পান্তা ভোজে
পড়ন্ত বেলায় কমতে থাকে
কাল অন্তে শূন্য হাতে

পুরানো বন্ধু কই পাবে
সেই থাকবে সব কালে

ওই দেখ না চাষার দল
ক্লান্তি দেহে ধরে হাল
শস্য ফলায় মাঠে
অন্ন যোগায় মুখে
মান অভিমান নেই যে তাদের
নেই যে কোনো আপন পর
সেই থাকবে তোমার সাথে
কালের বিচার না করে
ভালোবাসায় ভরিয়ে দেবে!