নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন

আমরা যখন একটা বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশ গড়ার কথা বলছি, তখন নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন না হয়ে পারি না। বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১১ মাসে ৪৮৬ নারী ও শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
সংবাদপত্রে প্রকাশিত তথ্যের বরাতে সংস্থাটি জানিয়েছে, গত ১১ মাসে ২ হাজার ৩৬২ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে কন্যাশিশুর সংখ্যা ১ হাজার ৩৬। সহিংসতার মধ্যে হত্যা, ধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন, পারিবারিক নির্যাতন, উত্ত্যক্ত করা, অপহরণ, বাল্যবিবাহ রয়েছে। এ পরিসংখ্যানই বলে দেওয়ার জন্য যথেষ্ট যে আমাদের সমাজে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। কেননা, ঘরে–বাইরে নারী ও কন্যারা প্রতিনিয়ত যে সহিংসতার মুখোমুখি হন, তার বিশাল অংশটাই সংবাদমাধ্যমের খবরে আসে না।