কবিতার নাম

🌳সত্যিকারের মানুষেরা

কবিঃঅথই নূরুল আমিন..

সত্যিকারের মানুষেরা কখনও
মনের গভীর ভালোবাসা, প্রেম
তার প্রিয়জনকে বুঝাতে পারে না।

সত্যিকারের মানুষেরা বাঘ – সিংহ’র
মতো গর্জনশীল হয়, রাগী হয়,
সত্যিকারের মানুষেরা অন্যায় করে না
এবং কোনো অন‍্যায় কোনো ভাবেই
মেনে নিতে পারে না, একদম না।

সত্যিকারের মানুষেরা সহজেই
নতজানু হতে পারে না, কাঁদতে পারে না
মিষ্টি কথা বলে –
কাউকে ভোলাতে তারা জানে না।

সত্যিকারের মানুষেরা কখনও কোনো
মিথ্যা অভিনয় করতে পারে না।
তবে খুব সহজেই তারা রেগে যায়
এই রেগে যাওয়াটা –
সত্যিকারের মানুষের একটা বৈশিষ্ট্য
সত্যিকারের মানুষেরা কারো কাছে
করুণার পাত্র হতে চায়না
হুজুর হুজুর করে না। কখনও না।

কারো কাছে বিনয় করে কিছু
আবেদন করতে সে জানে না
কেউ কেউ জানলেও তা
প্রকাশ করার জন‍্য‍্য সে
অভ‍্যস্ত বা প্রস্তত পারে না।
সত্যিকারের পুরুষও নারীরা তাদের ব‍্যক্তিত্ব
খুব যত্ন করে লালন পালন করে।
9/09/2023