মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ
অদ্য ২১/৫/২৪ ইং রাত ৯ টায় কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় তালজাংগা উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের জনগণ মনোনীত পদপ্রার্থী মোঃ গিয়াস উদ্দিন লাকী’র মোটরসাইকেল প্রতীকের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় সাবেক ১ নং তালজাংগা ইউপি চেয়ারম্যান জনাবঃ-হারুন আর রশিদ এর সভাপতিত্তে এবং ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক বাবু’র সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাবঃ–এ.কে.এম মইনউজ্জামান নবাব,তালজাংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সেলিম খান, তাড়াইল উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি জনাবঃ-আব্দুল আজিজ ভুইঁয়া মোতাহার,মোঃশামীম আহমদ সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও প্রভাষক ওয়ালী নেওয়াজ খান কলেজ,মো: সোহানোর রহমান খান বাহাদুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা তাড়াইল উপজেলা শাখা, মোঃ মুক্তার হোসেন তাড়াইল উপজেলা আওয়ামী যুবলীগ নেতা, মোঃ হারুন অর রশিদ তালজাংগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাপনী বক্তব্যে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গিয়াস উদ্দিন লাকী বলেন আপনাদের ভোটে যদি আমি বিজয়ী হতে পারি আগামী ২৯ তারিখে কথা দিলাম কৃষি সুরক্ষা সহ সকল প্রকার উন্নয়ন মুলক কাজ আপনাদের কে সঙ্গে নিয়েই করবো এটাই আমার প্রধান অঙ্গিকার।