আঃ আউয়াল মন্ডল,স্টাফ রিপোর্টারঃবগুড়ার আদমদীঘিতে পুকুর পার থেকে মস্তক বিহীন অর্ধ-গলিত অজ্ঞাত নামা (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল ৩ টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের থলপাড়া নার্সারী সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, রবিবার দুপুরে উপজেলার নশরতপুর ইউনিয়নের থলপাড়া নার্সারী সংলগ্ন এলাকায় একটি পুকুর পারে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি মস্তক বিহীন অর্ধ-গলিত হওয়ায় সনাক্ত করা যায়নি। তার পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আদমদীঘিতে মস্তক বিহীন অর্ধ-গলিত লাশ উদ্ধার
Related Posts
পাংশায় চিরকুট লিখে যুবকের মৃত্যু।
অতুল সরকার, ক্রাইম রিপোর্টারঃ রাজবাড়ীর পাংশায় রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।এ সময় মরদেহের পকেটে থাকা একটি চিরকুট পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এতে লেখা রয়েছে,…
সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
মোঃ আজগার আলী, নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ পড়ুয়া ছাত্র মোঃ আল আমিন সরদার (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার ২৬ জানুয়ারি দিবাগত গভীর…