নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাঙ্গরা রমজান মোল্লা মসজিদ মাঠে জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ আলী আকবর সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা প্রণয় কুমার ভদ্র পিন্টু, সাইফুর রহমান সোহেল, মোশাররফ হোসেন সরকার, সফিকুর রহমান, জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, হারুন অর রশিদ, আবুল হোসেন তনু সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক ছাত্রলীগের আহবায়ক আবু সাঈদ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ছাত্রলীগ- যুবলীগ-কৃষক লীগের বিভিন্ন নেতাকর্মীরা।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল বলেন, আমি পুনরায় এমপি নির্বাচিত হলে,নবীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে তোলব। ইতিমধ্যে নবীনগরের অনেক বড় বড় কাজ হয়ে যাচ্ছে। সামনে আরো অনেক কাজ হবে।একটি মডেল উপজেলা হিসেবে যা কিছু করা দরকার আমি সব করবো।শুধু আমাকে আপনারা সমর্থন দিয়ে পাশে থাকবেন।