মোঃ আজগার আলী, নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরার আশাশুনিতে ওয়ারেন্ট ভূক্ত আসামি চারজন এবং নিয়মিত মামলার আসামি তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের তত্ত্বাবধানে আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলায় গ্রেফতার এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে এসআই(নিঃ) জাহাঙ্গীর হোসেন খান, এসআই(নিঃ) আমিনুল ইসলাম, এসআই(নিঃ) মিঠুন মন্ডল, এএসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম, এএসআই(নিঃ) সোহেল শেখ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর পরোয়ানা-২৩৫/২২ এর আসামী ১। আব্দুস সোবহান, পিং-মৃত শেখ আতিয়ার, ২। মান্নান হোসেন, পিং-আলতাপ হোসেন, উভয় সাং-পুরোহিতপুর, সিআর পরোয়ানা-৫৩২/২৩ এর আসামী ৩। মোঃ মনিরুল সরদার, সিআর পরোয়ানা-৫৩৩/২৩ এর আসামী ৪। মোঃ মইনুর সরদার, উভয় পিং-ইমান সরদার, সাং-রামনগর, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাদেরকে তাদের নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। নিয়মিত মামলা নং-০২(১০)২৩ এর আাসামী ৫। সাহেদ আলী (২২), পিং- মোঃ শহীদ গাজী, সাং- বড়দল (দক্ষিন পাড়া), থানা- আশাশুনি, জেলা- সাতক্ষীরা, ৬। আলামিন সরদার (২১), পিং- নুরু সরদার, সাং- আমাদী, থানা- কয়রা, জেলা- খুলনা এপি- সাং- বড়দল (মধ্যম), থানা- আশাশুনি, জেলা- সাতক্ষীরা, ৭। মোঃ মতিন সরদার (২১), পিং- মোঃ আমিন সরদার, সাং- রইচপুর, থানা+জেলা- সাতক্ষীরাদেরকে বড়দল এলাকা হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত

আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।