মো: আজগার আলী,বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরা আশাশুনি থানা বাজার জামে মসজিদে নামাজ পড়া অবস্থায় এক মুসল্লি স্ট্রোকে আক্রান্ত হয়েছে। স্ট্রোকে আক্রান্ত মুসল্লির নাম আবুল হোসেন। বয়স ৭৫ বছর। রোববার ১৩ই আগষ্ট জোহরের নামাজের সময় এ ঘটনা ঘটে।
কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের আবুল হোসেন জোহরের নামাজ আদায় করতে মসজিদে যান। সেখানে সুন্নত নামাজ শেষে ফরজ নামাজ শুরুর কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় কাতারে থাকা আবুল হোসেন হঠাৎ করে স্ট্রোকে আক্রান্ত হলে মেঝেতে পড়ে যান।এ সময় তার মাথা মসজিদের পিলারে আঘাত লাগলে রক্তক্ষরণ হয়। পাশে থাকা মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে ভ্যান যোগে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্থানীয় চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে সিটি স্ক্যানসহ অন্যান্য পরীক্ষা নীরিক্ষার জন্য এম্বুলেন্সযোগে তাকে সাতক্ষীরা শহরে হাসপাতালে নেওয়া হয়।