মোঃ মাহ্ফুজুল হক খান(জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ

গত ১৫/৪/২৪ ইং কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন কিশোরগঞ্জ সদরের ৪ জন পুরুষ চেয়ারম্যান পদপ্রার্থী,এর মধ্যে অন্যতম ১) জনাব নাজমুল আলম, ২) সাবেক উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান ৩) বর্তমান সদর বৌলাই ইউপি চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন ৪) সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ১০ জন এর মধ্যে ১) আব্দুল জলিল ২) মোঃ জুবায়ের আলম রাজিব ৩) মোঃ জসিম উদ্দিন ৪) মোঃ শাহজাহান কবির ৫) মোঃ হাফিজ উদ্দিন ৬) মোঃ আশরাফুল ইসলাম আরিফ ৭) মোঃ মোখলেছুর রহমান মিতুল ৮) মোঃ নজরুল ইসলাম ৯) মোঃ রিফাত উদ্দিন আহমেদ বচ্চন ১০) মোঃ খালেদ সাইফুল্লাহ সাফাত। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন এরা হলেন ১) সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাসুমা আক্তার ২) মোছাঃ তাসলিমা আক্তার সুইটি ৩) মোছাঃ তাহমিনা আক্তার নাজমা। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২২ শে এপ্রিল ২০২৪ ইং,মনোনয়ন পত্র যাচাই- বাছাই হবে আগামী ১৭ ই এপ্রিল। এদিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বাবু অশোক কুমার দেবনাথের তথ্য অনুযায়ী চেয়ারম্যান পদে পুরুষ ৪ জন ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ১০ জন এবং সংরক্ষিত নারীদের জন্য ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন সদর আসনে। আগামী ৮ ই মে অনুষ্ঠেয় প্রথম ধাপের ১৫০ টি উপজেলা নির্বাচনে সর্বমোট ১ হাজার ৮৯১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রথম ধাপের কয়েকটি জেলায়। প্রার্থীরা যার যার অবস্থান থেকে জয়ের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিশেষ করে দলীয় কোন প্রতীক না থাকায়। এবং এটাও বলেছেন প্রার্থীরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আমরা ব্যতিগত ইমেজ কে কাজে লাগিয়ে সম্ভাবনাময় রেজাল্ট আশা করছি ইনশাআল্লাহ।