নিজস্ব প্রতিবেদকঃ
ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কে বাংলা থেকে বিতাড়িত করতে যারা সেদিন অগ্রণী ভূমিকা রেখেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন,তারা সেদিন সফলও হয়েছিলেন।
সেই সকল সাহসী এবং বিজয়ী নেতারা ভেবেছিলেন,বাংলার ঘরে ঘরে প্রতিটা সন্তান হবে সাহসী। থাকবে না কারো অধিনে। বেড়ে উঠবে আপন চেতনায়। গর্জন করে উঠবে কোনো অপশাসনের বিরুদ্ধে,অপশক্তির বিরুদ্ধে। সহসা তারা ঐক্য গড়ে তুলবে।
না তা আর হয়নি। এই বাংলায় তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি।
আজকের দিনে এ দেশের রাজনীতি দল গুলোই নয়া ইষ্ট ইন্ডিয়া কোম্পানি! মন্ত্রী এমপি গুলো যেন লাট সাহেব বড় সাহেব। সারা দেশের সকল যুবকেরা ওদের কাছে গিয়ে মাথা নত করে। বস্ লিডার নেতা অভিভাবক ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যাচ্ছে। এদেশের একজন নেতাকে খুশি করতে হাজারো যুবকেরা দির্ঘ লাইনে দাড়িয়ে প্রতিযোগিতা করতে দেখা যাচ্ছে।
স্বাধীন দেশের প্রায় সকল যুবদের ভবিষ্যৎ অনিশ্চিত। কারণ পরাধীন জাতি কখনও জীবনের স্বাদ নিতে পারবে না। সকল রাজনীতি দলের বিগ নেতারা লাট সাহেবের ভূমিকায় রয়েছে । দেশের যুবরা অন্ধ বিশ্বাসে জড়িয়ে পরছে রাজনীতিতে। এটা আসলেই দুঃখজনক। এমনটা হওয়া উচিত ছিল। শুধু যুবকেরাই রাজনীতি করতে পারবে। তা আর হয়নি।
আজকের দিনে যেভাবে রাজনীতি চলছে। সে হিসাবে এ দেশের মন্ত্রী এমপি ওরা ইষ্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ে খুব বেশি ভালো নয়।
অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাজনীতি বিশেষজ্ঞ।