সংবাদদাতা ভারত:

ভারতের উত্তর চব্বিশ পরগনায় ১২মে, ২০২৪: রবিবার উত্তর ২৪ স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর আলোর সন্ধানে পত্রিকার অফিস গৃহে কবি জয়দেব বিশ্বাস মহাশয়ের সভাপতিত্বে শুরু হয় রবীন্দ্র জয়ন্তী উৎসব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ফিরোজা খাতুন, বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ডাঃ সিরাজুল ইসলাম ঢালী, কবি জালাল উদ্দিন মণ্ডল মহাশয়। উক্ত অনুষ্ঠানে প্রকাশিত হয় আলোর সন্ধানে মাসিক পত্রিকার ২৪তম সংখ্যা। এছাড়াও প্রকাশিত হয় জালাল উদ্দিন মণ্ডল মহাশয়ের – ‘অমৃত বাণী’ বাণী সংকলন, রুজিনা বেগমের – ‘আলোর খোঁজে’ কাব্যগ্রন্থ এবং একাধিক আন্তর্জাতিক সম্মাননায় সম্মানিত দ্বিভাষিক কবি Imdadul Islam এর ‘The Rhythmic Blossoms’ ইংরেজি কাব্যগ্রন্থটি। মোড়ক উন্মোচন করেন যথাক্রমে ডাঃ সিরাজুল ইসলাম ঢালী, আনারুল হক, জয়দেব বিশ্বাস মহাশয়। উক্ত অনুষ্ঠানে রবীন্দ্রনা ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা করেন উপন্যাসিক ডাঃ সিরাজুল ইসলাম ঢালী, মোহর আলি মণ্ডল, পত্রিকা সম্পাদক আনারুল হক, কবি ফিরোজা খাতুন সহ আরও অনেকে। রবীন্দ্র ঠাকুরের নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন সরবত আলি মণ্ডল, সিকান্দার আলি, সাইদুর রহমান, মোঃ রেজাউল মণ্ডল, মাকফুর রহমান, কুন্তল সরকার, জালাল উদ্দিন মণ্ডল, অরুণ ভট্টাচার্য নুরুল হক মণ্ডল সহ আরও অনেকে। রবীন্দ্র কবিতা আবৃত্তি করেন ইভানা মণ্ডল, আরিজজ্জামান, অলিফা সুলতানা, তুবা খাতুন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাকফুর রহমান।