নিজস্ব প্রতিবেদকঃ

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ১২ মে রোববার সকালে গণভবন থেকে।এসএসসি-সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সেই ফলাফল বেলা ১১টায় সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রকাশ করা হয়েছে । এ ছাড়া অনলাইনে ও এসএমএস এর মাধ্যমে ফল সংগ্রহ করা যায়।বাংলাদেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। উক্ত পরীক্ষায় খুলনা আর্ট একাডেমির বিগত দিনে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করেছে তাদের মধ্যে যারা এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করেছে তাদেরকে অভিনন্দন জানান খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। শিক্ষার্থীদের সফলতা শিক্ষকদের বড় প্রাপ্তি। আজ রেজাল্ট প্রকাশের পরে চারজন শিক্ষার্থী আনাচ, উৎস ,অম্বিকা ও হিমেশ ফোন করে তাদের রেজাল্ট জানিয়েছে। সবাই জিপিএ ফাইভ পেয়েছে এই খবরে চিত্রশিল্পী মিলন বিশ্বাস অত্যন্ত আনন্দিত। কারণ এই শিক্ষার্থীরা আদর্শ শিক্ষায় বড় হয়ে উঠেছে। খুলনা আর্ট একাডেমিতে আট বছর আগে ছবি আঁকার জন্য এসেছিল। তারপর আর তাদের সাথে যোগাযোগ হয়নি। আজ এই সফলতার খবরটি জানিয়েছে। এতে মিলন বিশ্বাস মনে করেন তার পরিবার থেকে আদর্শ শিক্ষায় তাকে বড় করে তুলতে পেরেছেন। এইজন্য তিনি তাদের পিতা-মাতাকে ধন্যবাদ জানান। খুলনা আর্ট একাডেমির আরো অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে আমরা সকলের রেজাল্ট এখনো জানতে পারিনি। আশা করি তাদের রেজাল্ট ও ভালো হয়েছে তাদেরকেও অভিনন্দন জানান এবং বাংলাদেশের সকল সফল শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন আশা স্বরূপ হয়ে থাকে এমন প্রত্যাশা করেন তিনি। শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য যে সকল শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকেও ধন্যবাদ জানান। এবং বাংলাদেশের সকল শিক্ষার্থীকে ভালো ফলাফলের জন্য অভিনন্দন।

বিঃদ্রঃ উক্ত পরীক্ষার রেজাল্ট যাদের আশা স্বরুপ হয়নি তাদের মন খারাপ না করে পুনরায় আবারো পড়াশোনা করার জন্য বিনীত অনুরোধ জানান চিত্রশিল্পী মিলন বিশ্বাস। সকল শিক্ষার্থীর জীবন হোক সুন্দর এমন প্রত্যাশা করেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।