মোহাম্মদ রুস্তম আলী,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলা মানিক খালী ঐতিহ্যবাহী চান্দপুর গালিম খার বাগ জামে মসজিদের ইসলামিক ফাউন্ডেশন নিয়ম অনুযায়ী সুন্দর সাবলীল গঠনতন্ত্র উল্লেখ্য করে ৫ বছর মেয়াদি ৪১ সদস্য নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর সকল এলাকাবাসি মুসুল্লি দের সামনে সম্পুর্ন গঠনতন্ত্র পরে শুনিয়ে কমিটি ঘোষণা করেছেন একি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক জনাব রিশাদ খান। কমিটি তে এই এলাকার সকল মানুষের ভালবাসায় সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব আলী হায়দার খান (জামান)।ও সাধারণ সম্পাদক জনাব ইঞ্জি: তারেকুর রহমান।এবং সহ- সাধারণ সম্পাদক,মোহাম্মদ নুরুল ইসলাম (তুতু) কবিরাজ স্মৃতি সংসদ ও পাঠাগার এর সম্মানিত সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক জনাব মিনহাছ খান (রিশাদ)।সাংগঠনিক সম্পাদক, জনাব রিয়াজুদ্দিন (রিয়াজ) ও ক্যাশিয়ার জনাব কাজী সেলিম মিয়া।
সহকারী ক্যাশিয়ার, জনাব নাজিম খান।
এলাকায় খবর নিয়ে জানাগেছে এই কমিটির উপর সকলেই খুব খুশি ও তাদের উপর অনেক আস্তা রয়েছে।তাদের অটুট বিশ্বাস যে এই ঐতিহ্যবাহী চান্দপুর গালিম খার বাগ পুরাতন জামে মসজিদটি ভেঙে সম্পুর্নভাবে নতুন করে গড়ে তুলবে খুব শীঘ্রই।এত সুন্দর একটি আস্তাযোগ্য এলাকার সবাইকে কমিটি তে রেখে গরেছেন যা প্রসংসনিয়। বিশেষ ভাবে এই প্রসংসায় ভাসছেন জনাব রিশাদ খান ও জনাব কাজী সেলিম মিয়া। সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেব সকলের উদ্দেশ্যে বলেন আমরা যেন পাঁচটি বছর মসজিদের উন্নয়ন মূলক কাজ করতে পারি, এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।