এ এম রিয়াজ কামাল হিরণ,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃপ্রায় ৩৫০ বছর আগে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গারাংঙ্গিয়ায় ইট, পাথর ও সুরকি দিয়ে নির্মিত হয়েছিল ডিপুটি বাড়ি মসজিদ। তিন গম্বুজবিশিষ্ট সুন্দর এ মসজিদটি মুঘল স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন। এই ডিপুটি বাড়ি মসজিদের প্রতিষ্ঠাকাল ও এর নির্মাতা নিয়ে নানা রকম গল্প রয়েছে। মসজিদ মোতাওয়াল্লীর দায়িত্বে আছেন মরহুম সরওয়ার কামাল ( সাবেক ডিস্ট্রিক্ট সাবরেজিস্টার) এর মেজ ছেলে মোহাম্মদ ইউনুস বিন সরওয়ার। স্থানীয় মুরব্বিদের সাথে কথা বলে জানতে পারলাম এই মসজিদে একসময় কুতুবদিয়ার মালেক সাহেব হুজুর আজান দিতেন। একেকটা দেয়ালের চওড়া প্রায় দুই হাতের চেয়ে বেশি। মসজিদের পাশেই রয়েছে ১০ খানি জায়গায় উপরে বিশাল কবরস্থানের ব্যবস্থা। এর পাশেই রয়েছে ১৫ খানি জমির উপরে বিশাল দীঘি।