মাহ্ফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার ২ নং সহশ্রাম ডোলদিয়া ইউনিয়নের পশ্চিম গচিহাটা গ্রামে রবিবার রাতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৪ লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে ।
আহত আব্দুল্লাহ ও স্হানীয় সুএে জানা যায়,
কটিয়াদি উপজেলার ২ নং সহশ্রাম ডোলদিয়া ইউনিয়নের পশ্চিম গচিহাটা গ্রামের রঙ্গু মিয়ার পুত্র মাছ ব্যবসায়ী মোঃ আবদুল্লাহ্ মাছ বিক্রি করে বিভিন্ন আরতের টাকা সংগ্রহ করে রাতে বাড়ি ফেরার সময় অত্র এলাকার চিহ্নিত জুয়ারি হিসাবে পরিচিত মোঃ হাসু মিয়ার পুত্র মো: নজরুল ও শিপলু সহ অজ্ঞাত ৩/৪ জন মিলে দেশিয় অশ্র রামদা,চুরি, লাঠিসোঁটা নিয়ে।
রবিবার রাত ৮ ঘটিকায় হামলা করে সাথে থাকা তিন লক্ষ চিয়ানব্বই হাজার টাকা নিয়ে যায়।
এলাকাবাসী এসে রক্তাক্ত জখম অবস্হায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ অধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
ঘটনার খবর পেয়ে গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্র হতে এ,এস,আই, মোঃ শামীম সহ স্বঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এই সংবাদ লিখা পর্যন্ত আহত আব্দুল্লাত কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং কটিয়াদি থানায় মামলার প্রস্তুতি চলছে।